শিবির নেতার নেতৃত্বে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা

| আপডেট :  ১৮ মার্চ ২০২৫, ০৭:২৪  | প্রকাশিত :  ০৯ আগস্ট ২০২৪, ০৭:২১

গত ৫ই আগষ্টের পট-পরিবর্তনের পর শিবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। নরসিংদী জেলার শিবপুর উপজেলার ব্রাহ্মণদী গ্রামে মাসুদ মিয়ার বাড়ি।

নরসিংদী জেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুজ্জামানের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪০-৫০ জন নেতাকর্মী গত ৭ই আগস্ট সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটায়। এ সময় তারা মাসুদ মিয়ার স্ত্রীকে শ্লীলতাহানি করে ও ধর্ষণের হুমকি দেয় এবং তার একমাত্র ছেলে রাইয়ানকে অপহরণের হুমকি দেয়।

হামলার পর মাসুদ মিয়ার স্ত্রীকে শিবপুর প্রাইভেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে মাসুদ মিয়ার স্ত্রী গত ৮ আগস্ট দুপুর ১২টার দিকে শিবপুর মডেল থানায় অভিযোগ করতে গেলে কর্তব্যরত পুলিশের সাব-ইনেস্পেক্টর রবিউল ইসলাম মামলা নিতে অপারাগতা প্রকাশ করেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ মিয়ার স্ত্রীকে গালিগালাজ করে থানা থেকে বের করে দেয়।

এ সময় মাসুদ মিয়ার স্ত্রী তার অপরাধ কি জানতে চাইলে ওসি বলেন, তোমার জামাই ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটাই অপরাধ। প্রাণে বাঁচতে চাইলে এলাকা ছেড়ে চলে যাও। আমাদের ওপর প্রেশার রয়েছে।

এসব ঘটনার পর নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই হামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে জড়িতদের শাস্তি দাবি করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত