পটুয়াখালীতে হত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন

সাকিব হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে ওহাব মল্লিক নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ২৩ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৮ এপ্রিল) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনামুল করিম এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ মার্চ কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট সাইদুর রহমান সোহেলের বাড়িতে হামলা চালায় আসামিরা। হামলায় সোহেলের বাবা আব্দুল ওহাব মল্লিক গুরুতর আহত হন। পরদিন ২১ মার্চ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে সোহেল বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে ২০১৮ সালে দীর্ঘ তদন্ত শেষে ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করে পুলিশ। দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার আদালত রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত সকল আসামি বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন, মো. হাফিজুর রহমান (২৭), তোফায়েল সরদার (৩৯), মো. শামীম সরদার (৩৫), এলমাছ সরদার (৩৪), মো. সোহরাব সরদার (৪৭), মো. নাঈম মল্লিক (৫৭), আব্দুর রাজ্জাক সরদার (৪২), মুসা সরদার (৩২), সামসু সরদার (৩৪), মাওলা সরদার (৩৯), ইউসুফ সরদার (৩৭), ফরিদ আহম্মেদ (৬১), জসিম সরদার (৪১), বাবলু (৪৫), মো. ডালিম তালুকদার (৩১), মো. ফিরোজ সিকদার (৪৩), হাসান গাজী (৩২), সেকান্দার সরদার (৫৭), মো. জামাল (৩৫), শামীম হাওলাদার (২৮), জহিরুল ইসলাম বাবুল (৫২), মন্টু সরদার (৩৫) এবং মো. দুলাল সরদার (৪৫)।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত