বাউফলে সড়কে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে বিক্ষোভ

| আপডেট :  ০৯ এপ্রিল ২০২৫, ১২:০৪  | প্রকাশিত :  ০৯ এপ্রিল ২০২৫, ১২:০৪

পটুয়াখালীর বাউফলে সড়কে অবৈধভাবে চলাচলকারী ট্রলির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের চৌমুহনী বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীরা।

জানা যায়, গত ৬ মার্চ উপজেলার কাছিপাড়া-বাহেরচর সড়কে ট্রলির ধাক্কায় মো. নিজাম রাঢ়ি (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় ডান পা ভেঙে গুরুতর আহত হয়েছেন তরিকুল ইসলাম (২১) নামে অপর এক যুবক। এর আগেও ওই এলাকায় ট্রলির কারণে ৫ জনের প্রাণহানি ঘটেছে। এসব দুর্ঘটনার জন্য মূলত নিয়ন্ত্রণহীন ট্রলিই দায়ী বলে অভিযোগ এলাকাবাসীর।

মানববন্ধনে ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও অবৈধ ট্রলি গাড়ি চলাচল বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন নিহতের বাবা মো. নাজেম বাড়ী, ভাই জোবায়ের হোসেন, ছাত্রদল নেতা এনামুল হক মনন, কাছিপাড়া আ. রশিদ মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম কবির হোসেন ও কাছিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিটন হোসেন মৃধা।

এ সময় বক্তারা বলেন, বাউফলের বিভিন্ন সড়কে প্রতিদিন অবৈধ ট্রলি চলাচল করছে। এসব ট্রলি মূলত কৃষি কাজে ব্যবহার উপযোগী হলেও এখন যাত্রী ও পণ্য পরিবহনে বেপরোয়াভাবে ব্যবহৃত হচ্ছে। অধিকাংশ ট্রলির চালকের নেই বৈধ লাইসেন্স। নেই কোনো সুরক্ষা ব্যবস্থা। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানির আশঙ্কা।

বিক্ষোভকারীরা জানান, দিনের বেলায় সড়কে ট্রলি চলাচলের কারণে যানজট লেগেই থাকে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়ছে চরম দুর্ভোগে। ট্রলির শব্দ দূষণ ও বেপরোয়া চালনার কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত