গাজায় হামলার প্রতিবাদে কেরানীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন, ইসরায়েলি পণ্যের বয়কটের ডাক

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানে কেরানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল গনি, সাধারণ সম্পাদক হাজী মোস্তফা কামাল, সহ-সভাপতি মিয়া আব্দুল হান্নান, সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শেখ মো. শামীম উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, মো. সাঈদ, শামসুল ইসলাম সনেট, ইস্পাহানী ইমরান, ইমরুল কায়েশ, মো. শিপন, মো. আরিফ, মো. আবুবকর, মো. সোলাইমানসহ যায়যায়দিনের বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক হাজী কাউসার।
বক্তারা বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া উচিত। তারা গাজায় নারী-শিশুসহ নিরীহ মানুষের উপর বর্বর হামলা চালিয়ে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে। মানববন্ধন থেকে বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং এসব পণ্য এদেশ থেকে পুরোপুরি প্রত্যাহারের দাবি জানান।
এ সময় বক্তারা সকলকে সচেতন হয়ে ইসরায়েলি পণ্য পরিহার করে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত