বিটি মাঠে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে: গয়েশ্বর চন্দ্র রায়

| আপডেট :  ১২ এপ্রিল ২০২৫, ০৫:১২  | প্রকাশিত :  ১২ এপ্রিল ২০২৫, ০৫:১২

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশ এখন মুক্ত। কাফনের কাপড় পরার প্রয়োজন হলেও বিটি মাঠে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবেই।

শনিবার(১২ মার্চ) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ঐতিহাসিক বিটি মাঠ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, যুগ যুগ ধরে এই মাঠে বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনে এই ঐতিহ্যবাহী মেলা বন্ধ ছিল। তিনি বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পর আজ আমরা মুক্ত। জনগণ এখন স্বাধীনভাবে উৎসব পালন করতে পারবে।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ১৮৪২ সাল থেকে বিটি মাঠ ঐতিহাসিকভাবে পরিচিত। এটি মূলত তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হতো। তবে জমি অধিগ্রহণ ছাড়াই সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ক্ষমতার অপব্যবহার করে মাঠটির নাম পরিবর্তন করে হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়াম করেন। পরে মাঠটি ক্রীড়া উন্নয়ন বোর্ডের অধীনে নিয়ে যাওয়া হয়, যা গয়েশ্বর চন্দ্র রায়ের মতে অবৈধ ও অনৈতিক।

তিনি প্রশ্ন তোলেন, ‘স্কুল কমিটি ও জমির প্রকৃত মালিকদের না জানিয়ে কীভাবে মাঠটি ক্রীড়া উন্নয়ন বোর্ডের আওতায় আনা হলো?’ তিনি জানান, অতীতের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই মাঠেই বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, যুবদল নেতা মাহবুব আলম স্বাধীনসহ আরও অনেকে।

এ সময় মাঠে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জান্নাতুল মাওয়া, সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজাহার সুমন। তারা গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে মাঠ পরিদর্শন করেন।

মাঠে বৈশাখী মেলার আয়োজন ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত