বালুচরে চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ

মুন্সিগঞ্জ প্রতিনিধি | ১৪ এপ্রিল ২০২৫: দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া আওতাধীন আকবরনগর পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা। অভিযোগে জানা গেছে, ফাঁড়ির পুলিশ সদস্যরা বালুচর ইউনিয়নের সিএনজি স্ট্যান্ডের চালকদের কাছ থেকে মাসিক ৫ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছেন।
সোমবার (১৪ এপ্রিল) সকালে চাঁদাবাজির প্রতিবাদে চালকরা মুন্সিগঞ্জের ব্যস্ততম সড়ক বালুচর চৌরাস্তা থেকে মোল্লারহাট খেয়াঘাট পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেন। এতে ওই রুটে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।
বিক্ষোভরত চালকরা জানান, নিয়মিত চাঁদা না দিলে পুলিশ নানা অজুহাতে হয়রানি করে, সিএনজি আটকে রাখে এবং মামলা দেওয়ার হুমকি দেয়। এ অবস্থায় তাদের পক্ষে জীবন-জীবিকা চালানো কঠিন হয়ে পড়েছে।
তাদের দাবি, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দাবি আদায় না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত