বাংলাদেশ-ভারত সিরিজের সূচি প্রকাশ, জেনে নিন ম্যাচ কবে

প্রায় ৩ বছর পর বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে। ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত হবে এই ছয় ম্যাচ।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশ-ভারত সিরিজের সূচি প্রকাশ করেছে। ১৭ আগস্ট মিরপুর শেরেবাংলায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। মিরপুরেই ২০ আগস্ট হবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ওয়ানডে খেলতে দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ আগস্ট হবে বাংলাদেশ-ভারত সিরিজের তৃতীয় ওয়ানডে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত। চট্টগ্রামে ২৬ আগস্ট শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে মিরপুরে। ২৯ ও ৩১ আগস্ট হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-ভারত সবশেষ মুখোমুখি হয়েছে এ বছরের ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে। গ্রুপ পর্বের সেই ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিল ভারত। দল দুটি সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। সেবার দুই টেস্ট, তিন টি-টোয়েন্টি মিলিয়ে পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছিল বাংলাদেশ।
ভারতের বিপক্ষে অবশ্য সবশেষ দুটি ওয়ানডে সিরিজেই জিতেছে বাংলাদেশ। দুটি সিরিজই হয়েছে বাংলাদেশের মাঠে। ২০২২ সালে সবশেষ ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। তখন বাংলাদেশের অধিনায়ক ছিলেন লিটন। আর ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বাংলাদেশ সেই ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে ভারতের বিপক্ষে।
বাংলাদেশ-ভারত সিরিজের সূচি
ওয়ানডে সিরিজ
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম ওয়ানডে ১৭ আগস্ট মিরপুর
দ্বিতীয় ওয়ানডে ২০ আগস্ট মিরপুর
তৃতীয় ওয়ানডে ২৩ আগস্ট চট্টগ্রাম
টি-টোয়েন্টি সিরিজ
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ২৬ আগস্ট চট্টগ্রাম
দ্বিতীয় ওয়ানডে ২৯ আগস্ট মিরপুর
তৃতীয় ওয়ানডে ৩১ আগস্ট মিরপুর
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত