ভুয়া পরিচয়ে এসি ল্যান্ড অফিসে বেআইনি প্রস্তাব, ধরা পড়ে পালালো ‘স্টাফ রিপোর্টার’ নাসির উদ্দীন

| আপডেট :  ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৩২  | প্রকাশিত :  ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৩২

 

কেরানীগঞ্জ প্রতিনিধি: আজ মঙ্গলবার (১৫ মার্চ) কেরানীগঞ্জ এসি ল্যান্ড অফিসে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম হয়। নিজেকে ডেইলি প্রেজেন্ট টাইম পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয়দানকারী নাসির উদ্দীন নামক এক ব্যক্তি একটি দেওয়ানি মামলার তদন্তে অবৈধ প্রভাব বিস্তারের উদ্দেশ্যে বেআইনী প্রস্তাব দেন সংশ্লিষ্ট কর্মকর্তাকে।

ঘটনার পরপরই তাকে তৎক্ষণাৎ আটক করে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। এ সময় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হলে নাসির উদ্দীন তাদের সামনেই নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

তবে, পুলিশকে খবর দেওয়ার সময় লোকটি ভিড়ের সুযোগে কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। এই ঘটনায় প্রশাসনের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

এসি ল্যান্ড অফিস সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতে কেউ যদি এ ধরনের বেআইনী প্রভাব বিস্তারের চেষ্টা করে, তাকে কঠোর আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় প্রশাসনের পাশাপাশি প্রকৃত সাংবাদিকরাও এই ধরনের ভুয়া পরিচয়ধারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে সাংবাদিকতার পবিত্র পেশা কলঙ্কিত না হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত