মোহিতকে ‘মারিয়া শারাপোভা’ নামে কেন ডাকতেন ধোনি

| আপডেট :  ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৫২  | প্রকাশিত :  ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৫২

টেনিসকে ভালোবাসলে নিশ্চিতভাবেই মারিয়া শারাপোভাকে চিনবে। সেই সঙ্গে সৌন্দর্যের পূজারী হলে রাশিয়ার সাবেক টেনিস সুন্দরীকে না চেনার কোনো কারণেই নেই। পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ীর খেলায় এবং সৌন্দর্যে মুগ্ধ হননি এমন মানুষ খুবই কমই পাওয়া যাবে।

শেষ দিকে অবশ্য ফর্মহীনতায় ২০২০ সালে মাত্র ৩২ বছর বয়সেই প্রিয় খেলাকে ছাড়তে হয়েছে শারাপোভার।

অবসরের বেশ কয়েক বছর পেরিয়ে গেলেও আজ তাকে স্মরণ করার কারণ ভিন্ন। সেটা নয় তার সৌন্দর্য আর দারুণ স্কিলের জন্য। তাকে মনে করার কারণ খেলার সময় চিৎকার করার জন্য।

সার্ভ কিংবা ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ড শট নেওয়ার সময় জোরে চিৎকার করতেন শারাপোভা।

সাবেক টেনিস তারকার মতোই ক্রিকেটে বল করার সময় অনেক বোলারই চিৎকার করেন। সেই অনেকের মধ্যে একজন হচ্ছেন মোহিত শর্মা। বল করার সময় জোরে চিৎকার করেন বলেই তাকে ‘মারিয়া শারাপোভা’ বলে ডাকেন মহেন্দ্র সিং ধোনি।

ভারতের সাবেক অধিনায়ক ধোনি যে তাকে এই ডাকনাম দিয়েছেন তা খোদ জানিয়েছেন মোহিত।

গতকাল সুপার ওভারে রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়ের পর দিল্লি ক্যাপিটালসের পেসার ক্রিকইনফোকে বলেছেন, ‘মারিয়া শারাপোভা ডাকনামটা দিয়েছেন মাহি ভাই। তিনি বলেন, কয়েকজন টেনিস খেলোয়াড়ের মতো তোর চিৎকারের জোর। আমি বলি, চিৎকার শুনে ব্যাটাররা মনে করেন ঘণ্টায় ১৪০ কিংবা ১৪৫ কিলোমিটার গতিতে বল আসবে কিন্তু আসলে তার থেকেও বল ধীরে হয়। তাই এটা আমার জন্য বাড়তি সুবিধা।’

শুধু জাতীয় দলেই ধোনির নেতৃত্বে খেলেননি ৩৬ বছর বয়সী পেসার, আইপিএলেও টানা তিন বছর খেলেছেন। চেন্নাই সুপার কিংসে ধোনির নেতৃত্বে খেলে ২০১৩-২০১৬ সাল পর্যন্ত ৪৭ ম্যাচে নিয়েছেন ৫৩ উইকেট। সেই সময়ই চেন্নাইয়ের ‘থালার’ কাছ থেকে এই ডাকনাম পান মোহিত।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত