কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী বিরোধী আন্দোলনে শহীদ রাজনের পাকা কবর ভেঙ্গেছে দুর্বৃত্তরা

| আপডেট :  ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৩০  | প্রকাশিত :  ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৩০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের উত্তর বাহেরচর কবরস্থানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদ রাজনের পাকা কবর ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ এপ্রিল) গভীর রাতে আওয়ামী দোসরদের হামলায় কবরটি ভেঙে ফেলা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গত শুক্রবারই কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার নির্দেশে শহীদ রাজনের কবরটি পাকা করে দেয়া হয়েছিল। কিন্তু রাতের আঁধারে কিছু দুর্বৃত্ত সেই কবর ভেঙে ফেলে। ঘটনার খবর শনিবার সকালে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

জাতীয় নাগরিক কমিটির কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার কামাল হোসেন চৌধুরী শহীদ রাজনের কবর ভাঙার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণের সময় ২ আগস্ট রাজধানী ঢাকার মিরপুরে শহীদ হন রাজন। তার বাড়ি কেরানীগঞ্জের উত্তর বাহেরচর এলাকায়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত