মালয়েশিয়ায় করোনায় বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুন) স্থানীয় সময় রাত ২টার দিকে মারা যান মো. নূর জামাল (৩৬) নামের ওই বাংলাদেশি। বরিশালের পটুয়াখালী জেলার বেতাগী উপজেলার নূর জামাল গত ২০ জুন অসুস্থ বোধ করেন। কোম্পানিকে বিষয়টি জানালে তখনই তাকে সারডাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষায় করোনা পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন রাতে জামাল মৃত্যুবরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
নূর জামাল ১০ বছর আগে মালয়েশিয়ায় যান কাজের সন্ধানে। সেরিকামবাগান ই-প্রিন্টিং প্রেসে ১০ বছর ধরে কাজ করে আসছিলেন। এদিকে জামালের মৃত্যুতে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রবাসীরা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন প্রবাসীরা।
মালয়েশিয়ায় একদিনে করোনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৬৪৩৭ জন। এ নিয়ে ৭ লাখ ৪৫ হাজার ৭০৩ জন। দেশটিতে ২৮ জুন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ৫ হাজার এক জনের। সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন, ৬ লাখ ৭২ হাজার ৪৫৩ জন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত