ফের জম্মুর আকাশে পাকিস্তানি ড্রোন!

ফের একবার জম্মুর আকাশে দেখা মিলল ড্রোনের। ড্রোনটিকে উড়তে দেখা যায় সীমান্তে। জম্মুর আরনিয়া সেক্টরে সেটিকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বিএসএফ সদস্যরা। যার জেরে সীমান্ত পার করে পাকিস্তানে ফিরে যায় কোয়াডকপ্টারটি।
জম্মু সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফ-এর আইজি এনএস জামওয়াল বলেন, “কোয়াডকপ্টারটি জিরো লাইন এবং সীমান্তের কাঁটা তারের বেড়ার মাঝের এাকায় উড়ছিল। তখন বিএসএফ সদস্যদের গুলিতে সেটি পাকিস্তানের দিকে ফিরে যায়।”
এদিকে এই ড্রোনটি কোন উদ্দেশ্যে ওড়ানো হয়েছিল, তার খোঁজ লাগাতে তদন্ত শুরু হয়েছে। এলাকায় তল্লাশি চালিয়ে নীরাপত্তাবাহিনী খোঁজার চেষ্টা করে যে কোনও অস্ত্র বা মাদক এপারে ফেলা হয়েছে কি না এই ড্রোনের মাধ্যমে। বিএসএফ-এর অনুমান, এই ড্রোনটি সম্ভবত গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হয়েছিল। ভারতীয় সেনা বাহিনীর চৌকির ওপর নজরদারি চালাতে এটি ওড়ানো হয়েছিল পাকিস্তানের দিক থেকে। এই ঘটনার কয়েকদিন আগে জম্মুর বিমান বাহিনীর স্টেশনে পরপর দুটি বিস্ফোরণ ড্রোনের সাহায্যে ঘটানো হয়েছিল। এরপরও কালুচক এবং কুঞ্জওয়ানিতে অবস্থিত সেনা ঘাঁটির ওপরেও উড়তে দেখা যায় ড্রোন। সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত