জমির বিরোধে যুবকের হাত-পায়ের রগ কর্তন
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শামীম গাজী (২৫) নামে এক যুবকের পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শামীমকে কলাপাড়া হাসপাতলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ফয়সাল হাওলাদার ও হাসিব হাওলাদার নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
আহত শামীম গাজী জানায়, সম্প্রতি পশ্চিম মধুখাল গ্রামের ১৮ শতক জমি কেনা নিয়ে অপর অংশীদারদের বিরোধ সৃস্টি হয়। এর জেরে শুক্রবার শেষ বিকেলে ১০/১২ দুর্বৃত্ত শামিম গাজীর বাড়িতে ঢুকে হামলা চালায়। এসময় তারা তার দুই হাত এবং বাম পায়ের রগ কেটে দেয়।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক সায়মা সুলতানা জানান, অবস্থার অবনতি হওয়ায় আহত যুবককে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত