আমিরাতসহ ৩ দেশের নাগরিকদের প্রবেশে সৌদির নিষেধাজ্ঞা

| আপডেট :  ০৩ জুলাই ২০২১, ১১:২৩  | প্রকাশিত :  ০৩ জুলাই ২০২১, ১১:২৩

সংযুক্ত আরব আমিরাতসহ তিন দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। অপর দুই দেশ হলো- ইথিওপিয়া ও ভিয়েতনাম। করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের বিস্তার রোধে শনিবার এ পদক্ষেপ নিয়েছে রিয়াদ। আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার স্থানীয় সময় রাত ১১টা থেকে এসব দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ঘোষিত তারিখের পর কোনো ব্যক্তি দেশটিতে প্রবেশ করলে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে; সে ব্যক্তি সৌদি নাগরিক হউক বা না হউক। তবে এসব দেশ ভ্রমণে যেতে হলে সৌদি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

এদিকে করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের নাম উল্লেখ না করে এসপিএ জানিয়েছে, করোনভাইরাস মহামারির চলমান

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত