বিনাযুদ্ধে ৮ জেলা দখল করল তালেবান
আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান রাতারাতি ব্যাপক জয় পেয়েছে। গত ২৪ ঘণ্টায় তারা আফগানিস্তানের আরও ১৩টি জেলা দখলে নিয়েছে। এ নিয়ে দেশটির ৪২১টি জেলার মধ্যে তালেবান ১৪০টি জেলা দখলে নিল। বাদাখশানের প্রাদেশিক কাউন্সিলর মুহিব উল রহমান বলেন, বিগত কয়েক দিনে তালেবান যুদ্ধ ছাড়াই উত্তরপূর্ব বাদাখশান রাজ্য দখল করে নিয়েছে। আফগান সেনাদের দুর্বল চিত্তের কারণে তালেবান জয় পেয়েছে। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু হয়ে পড়েছে এবং তাদের নতুন সেনা ও অস্ত্র দিয়ে সহায়তা করা হচ্ছে না।
অধিকাংশ জেলা তালেবান যুদ্ধ ছাড়াই দখল করেছে মন্তব্য করে এই কাউন্সিলর বলেন, গত তিন দিনে তালেবান আটটি জেলা কোনোরকম যুদ্ধ ছাড়াই দখল করেছে। আফগান বাহিনীর শত শত সেনা, পুলিশ ও গোয়েন্দা সেনা চৌকি রেখে বাদাখশানের প্রাদেশিক রাজধানী ফাইজাবাদে পালিয়ে গেছে।
এদিকে আফগানিস্তানের স্থানীয় তোলো নিউজের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহার পুনরায় দখলে নিয়েছে তালেবান। বেদখল হওয়ার আগে অঞ্চলটি তালেবানের পুরাতন দুর্গ হিসেবে পরিচিত ছিল। শনিবার রাতে তালেবান আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের মাধ্যমে শহরটি দখলে নেয়।
কাতারভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে, আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর আরও তিনশ’ সদস্য সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন।
রোববার তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা শনিবার ভোর সাড়ে ৬টার দিকে সীমান্ত অতিক্রম করে। বিবৃতিতে বলা হয়েছে, তাজিক বর্ডার গার্ডের মানবতা এবং প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাবের কারণে তারা আফগান সেনাদের কোনো বাধা ছাড়াই সীমান্ত দিয়ে তাজিকিস্তানে আশ্রয় দিয়েছে।
এর আগে গত ২২ জুন তালেবান বিভিন্ন প্রদেশের তিনটি জেলাসহ তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রধান সীমান্ত ‘শির খান বন্দর’ দখল করে নেয়। আন্তর্জাতিক গণমাধ্যমে এ ঘটনাকে গত দুই মাসের মধ্যে তালেবানের সর্বোচ্চ অর্জন হিসেবে উল্লেখ করা হয়। ঘটনার পর তাজিকিস্তান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ১৩০ জন আফগান সেনা সীমান্ত পার হয়ে তাদের দেশে আশ্রয় নিয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত