আফগানিস্তানের এলাকা দখলে লড়ছে পাকিস্তানের তালেবানও
আফগানিস্তানের সরকারি নিরাপত্তা বাহিনীর স্পেশাল অপারেশন বিভাগের একজন কমান্ডার দাবি করেছেন, দেশটির এলাকা দখলে পাকিস্তানের তালেবান সদস্যরাও লড়াই করছে। আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখলে যখন সরকারি বাহিনী এবং তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে তখন তিনি এমন তথ্য জানালেন। খবর তোলো নিউজ। ২০০১ সালে ৯/১১-এ নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও পেনসিলভানিয়ায় সন্ত্রাসী হামলা চালানোর পর আফগানিস্তানে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে যুক্তরাষ্ট্র। তৎকালীন বুশ প্রশাসন হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার যোগসূত্র রয়েছে ঘোষণা দিয়ে সে সময় তালেবানদের দখলে থাকা আফগানিস্তানে আশ্রয় নেওয়া আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।
প্রায় দুই দশকের আফগানিস্তান যুদ্ধ শেষের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা ইতোমধ্যে দেশটির সবচেয়ে বড় বাগরাম বিমানঘাঁটি ত্যাগ করেছে।
বিদেশি সেনাদের চলে যাওয়ার খবরে আশান্বিত তালেবান আবার চাঙ্গা হয়ে উঠেছে। তারা ইতোমধ্যে ৪২১টি জেলার মধ্যে ১৪০টি জেলা দখল করে নিয়েছেন।
রোববার আফগানিস্তানের সরকারি নিরাপত্তা বাহিনীর স্পেশাল অপারেশন বিভাগের কমান্ডার মেজর জেনারেল হিবাতুল্লাহ আলিযাই বলেন, তাদের এখন মূল লক্ষ্য তালেবানকে চেপে ধরা। তিনি জানান, আফগানিস্তানের বড় বড় শহর, মহাসড়ক এবং সীমান্ত শহর এলাকার দখল ঠেকাতে তারা শক্তিশালী বলয় তৈরি করেছেন।
তবে দেশীয় তালেবানের পাশাপাশি প্রচুর পাকিস্তানি তালেবান সদস্য যুদ্ধ করছে দাবি করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তালেবানের আক্রমণে পাকিস্তানি তালেবানের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এসব তালেবান সদস্য পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের। যদিও তিনি দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।
পাকিস্তান তালেবান ছাড়াও আফগানিস্তানে আল-কায়েদার সদস্যরাও যুদ্ধ করছে উল্লেখ করে মেজর জেনারেল হিবাতুল্লাহ আলিযাই বলেন, পাকিস্তানি তালেবানের কাছে পাকিস্তান সেনাবাহিনীর পরিচয়পত্রও (আইডি কার্ড) রয়েছে। এ সময় তিনি বলেন, আফগান তালেবানের সংখ্যা ক্রশই কমে যাচ্ছে।
বিভিন্ন এলাকা থেকে সরকারি বাহিনী পিছু হটেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই আফগান কমান্ডার বলেন, রাজনৈতিক, আঞ্চলিক এবং সামাজিক কারণে আমরা পিছু হটেছি। তবে বিষয়টি তদন্ত করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, বড় বড় শহরগুলোতে তালেবান আক্রমণ করতে চায়। কিন্তু আমরা তাদের হটাতে প্রস্তুত আছি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত