তোপখানানায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় সেই দম্পতির বিরুদ্ধে মামলা

| আপডেট :  ০৫ জুলাই ২০২১, ০৬:৪৬  | প্রকাশিত :  ০৫ জুলাই ২০২১, ০৬:৪৬

রাজধানীর তোপখানা রোডে শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় গৃহকর্তা তানভির আহসান ও তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ আঁখির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর বাবা।

আজ সোমবার (৫ জুলাই) শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা দায়েরের পর তাদের দু’জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গতকাল রোববার (৪ জুলাই) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আসামিদের গ্রেফতার করে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এছাড়া ভুক্তভোগী সুইটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন আছে বিধায় পরবর্তী প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা এবং জামিন না দেওয়ার জন্য শাহবাগ থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন আবেদন করেন।

এ সময় আসামি পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত শনিবার দিবাগত রাতে সেগুনবাগিচার বাসা থেকে তাদের গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।

জানা যায়, প্রায় ৯ মাস আগে শিশুটিকে গ্রাম থেকে বাড়ির কাজে সহযোগিতার জন্য নিয়ে এসেছিলো এই দম্পতি। আনার পর থেকেই বিভিন্ন কারণে প্রায়শই তাকে মারধর করা হতো। অভাবের তাড়নায় শিশুটিকে রাজধানীর তোপখানা রো‌ডের ওই বাসায় গৃহকর্মীর কাজে দিতে বাধ্য হয়েছে তার দরিদ্র বাবা-মা।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা বলেন, মেয়েটির চোখের নিচে আঘাতের চিহ্ন, হাতে গুরুতর জখম এবং অপর একটি ছবিতে মেয়েটির পশ্চাৎদেশে উভয়পাশে আগুনে পোড়া ঘা চোখে পড়ে। তার গ্রামের বা‌ড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানায়। মেয়েটি দীর্ঘদিন ধরেই নির্যাতিত হয়ে আসলেও কাউকে সে বিষয়টি জানায়নি।

সম্প্রতি এক সচেতন ব্যক্তি (পরিচয় জানানো হয়নি) মেয়েটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। তারপর মাত্র দেড় ঘণ্টার মধ্যে বিষয়টি পু‌লি‌শের নজরে আসে। এর এক ঘণ্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত