নেদারল্যান্ডসে সাংবাদিকের ওপর হামলা, অবস্থা গুরুতর

| আপডেট :  ০৭ জুলাই ২০২১, ০৯:১৮  | প্রকাশিত :  ০৭ জুলাই ২০২১, ০৯:১৮

নেদারল্যান্ডসে একজন খ্যাতনামা অপরাধবিষয়ক সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছে। পিটার দে ভ্রাইস নামের ওই সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার অবস্থা আশঙ্কাজনক। ন্যাশনাল ব্রডকাস্টের দেওয়া তথ্য মতে, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী শহর আমস্টারডামের লেইডসেপলেইন স্কয়ার এলাকার কাছে একটি সড়কে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী পিটারের শরীরে পাঁচটি গুলি করা হয় এর মধ্যে একটি তার মাথায় লাগে।

অনুসন্ধানী সাংবাদিকতার জন্য অনেকবার হুমকি পেয়ে আসছিলেন পিটার দে ভ্রাইস। আমস্টারডামের মেয়র ফেমকে হ্যালসেমা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, সেই সঙ্গে পিটারকে ‘জাতীয় নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত