মোদির মন্ত্রিসভায় শপথ নিলেন যে ৪৩ মন্ত্রী
ভারতে ক্ষমতাসীন বিজেপির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও প্রতিমন্ত্রী অশ্বিন চৌবেসহ অন্তত এক ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। আজ বুধবার (৭ জুলাই) মন্ত্রিসভায় রদবদলের আগেই হেভিওয়েট ওই মন্ত্রীরা পদত্যাগ করেছেন। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা এবং রাজনীতির সমীকরণ মিলিয়েই মন্ত্রিসভায় রদবদল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব নাটকীয়তার অবসান ঘটিয়ে ৪৩ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এদের মধ্যে নতুন মুখ ৩৬ জন। আর বাকি সাত জন প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী পদোন্নতি পেয়েছেন। খবর এনডিটিভির।
বুধবার (০৭ জুলাই) সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে নতুন মন্ত্রীদের শপথ পড়ানো হয়। করোনা মহামারির কারণে ৪৩ জন মন্ত্রী শপথ বাক্য পাঠ করলেও জাকজমক আয়োজন ছিল না। নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাদের মধ্যে কেউ নতুন মন্ত্রী হচ্ছেন। আবার কেউ প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। মোট ১৫ জন পূর্ণমন্ত্রী শপথ নেবেন। তাদের মধ্যে ৮ জনের পদোন্নতি হচ্ছে। ৭ জন প্রথমবার মন্ত্রী হবেন। পশ্চিমবাংলা থেকে নতুন কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ৪ জন।
নতুন মন্ত্রী হওয়াদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের চার সাংসদ। এরা হলেন সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও শান্তনু ঠাকুর। এছাড়া শপথ নেয়া অন্য মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন- নারায়ণ রানে, সর্বানন্দ সোনোওয়াল, ডা. বীরেন্দ্র কুমার, জয়শ্রী দত্ত এম সিন্দিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বিশ্বনাও, পশুপতি পরস, কিরেন রিজিজু, রাজকুমার সিং, হারদ্বীপ সিং পুরি, মানসুখ মান্দাভিয়া, ভুপেন্দ্র যাদব, পুরুষোত্তম রুপালা, জি. কিশান রেড্ডি, আওরং শিং ঠাকুর, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া সিং প্যাটেল, ডা. সত্যপাল সিং বাগাল, রাজিব চন্দ্র শেখর, শুভ্রা কারান্দলাজি, ভানু প্রতাপ সিং ভর্মা, দর্শনা ভিকরম জার্ডোশ, মিনাক্ষী লিখি, অন্নপূর্ণা দেবি, এ. নারায়ণ স্বামী, কুশাল কিশোর, অজয় ভাট, বি. এল. ভার্মা, অজয় কুমার, চৌহান দেবুসিং, কাপিল মেরসাওয়ার পাতিল, প্রতিমা ভৌমিক, ডা. সুবাস সরকার, ডা. ভগবতী কিশোর কারাদ, ডা. রাজকুমার রঞ্জন সিং, ডা. ভারতি প্রবীণ পাবর, বিশ্বওয়ার টিডু, শান্তানু ঠাকুর, ডা. মুঞ্জাপারা মাহেন্দ্রভাই, ডা. এল. মুরুগান।
নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় সাত জন প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী বানানো হয়েছে। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্য বিজেপি’র সভাপতি ছিলেন তার বিশ্বস্ত পুরুষোত্তম রূপালা। প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিংহ প্রশাসনিক দক্ষতার কারণেই প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রিত্বে পদোন্নতি হয়েছে বলে বিজেপি’র দলীয় সূত্রের খবর। তবে আরেক প্রাক্তন আমলা হরদীপ সিংহ পুরীর পূর্ণমন্ত্রী হয়েছেন।
মন্ত্রিসভায় রদবদলে ৪৩ জনের ভাগ্য বদল হলেও অনেকের ভাগ্যে দুর্গতি এসেছে। বিহার থেকে বাদ পড়েছেন রবিশঙ্কর প্রসাদ, অশ্বিনী চৌবের মতো প্রবীণ বিজেপি নেতারা।
কোচবিহার থেকে শপথ নিয়েছেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। শপথ নিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে আছেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর, কেন্দ্রীয় পঞ্চায়েত, কৃষি ও কৃষক কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী পুরুষোত্তম রূপালা, কেন্দ্রীয় যুব, ক্রীড়া ও সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী ও বন্দর, নৌযান ও নৌ-চলাচল বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মানুষ মান্দব্য।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত