তুরস্কে বাস দুর্ঘটনা, বাংলাদেশিসহ ১২ জনের মৃত্যু

| আপডেট :  ১১ জুলাই ২০২১, ০৫:২৬  | প্রকাশিত :  ১১ জুলাই ২০২১, ০৫:২৬

তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ১২ জন অভিবাসী মারা গেছেন। নিহতদের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকও রয়েছেন। আজ রবিবার (১১ জুলাই) রয়টার্সের এক খবরে এই তথ্য জানা গেছে। রয়টার্স জানায়, তুরস্কের ভেন প্রদেশে ৩৮ জন অভিবাসী নিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে বাসটিতে আগুন ধরে মারা যান ১২ জন। মৃতরা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক। বাকি ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।

ইরান সীমান্তে অবস্থিত তুরস্কের ভেন প্রদেশ। এখান থেকে অভিবাসীরা তুরস্ক হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমিয়ে থাকেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত