ব্রাজিল হরায় সমর্থকের মাথায় ডিম ভেঙ্গে দিয়ে আনন্দ উৎসব, ছবি ভাইরাল
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: পটুয়াখালীর কুয়াকাটায় দুই ব্রাজিল সমর্থকের মাথায় ডিম, রং ও ময়দা মাখিয়ে বিজয় উদযাপন করেছে আর্জেন্টিনার সমর্থকরা। রোববার (১১ জুলাই) বেলা ১২টায় পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলেও বন্ধুদের এমন কাণ্ড মেনে নিয়েছেন ব্রাজিল সমর্থক কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছাদ্দাম মাল ও ব্যবসায়ী মাকসুদ আকন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলা দেখার পর দুপুরে ওই এলাকার একটি চায়ের দোকনে বসেন ছাদ্দাম মাল ও মাকসুদ আকন।
এসময় পেছন থেকে এসে তাদের বন্ধু আবু বকর ও আরিফ বিল্লাহসহ বেশ কয়েকজন তাদের মাথায় ডিম, রং ও ময়দা মাখিয়ে দেন।
বিষয়টি নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা ফেসবুক কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত