রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে বিএনপি

| আপডেট :  ১২ জুলাই ২০২১, ১১:১৬  | প্রকাশিত :  ১২ জুলাই ২০২১, ১১:১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আগামীকাল মঙ্গলবার পরিদর্শনে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল। সোমবার (১২ জুলাই) বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল (১৩ জুলাই) মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুড়ে যাওয়া ফ্যাক্টরি পরিদর্শনে যাবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেজান জুসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে ৫২টি প্রাণ। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে অগ্নিকাণ্ডের পর রাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রায় ২০ ঘণ্টা পর শুক্রবার (৯ জুলাই) দুপুরে ওই ধ্বংসস্তূপ থেকে আরও ৪৯ মরদেহ উদ্ধারের তথ্য জানায় ফায়ার সার্ভিস।

এসব লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ডিএনএন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত