বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ জট

| আপডেট :  ১৭ জুলাই ২০২১, ০৮:৪১  | প্রকাশিত :  ১৭ জুলাই ২০২১, ০৮:৪১

ঈদযাত্রাকে কেন্দ্র করে টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত ২২ কিলোমিটার দীর্গ যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে হাটিকুমরুল পর্যন্ত এলাকায় ভোররাত থেকে যানজট দেখা যায়। সড়কে পশুবাহী ট্রাকের সংখ্যাও এখন বেশি। এ অবস্থায় শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই গাজীপুরে দুই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহনকর্মীরা। গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে এই যানজট।

সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে নবীনগর পর্যন্ত ১৬ কিলোমিটার যানজট, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে হেমায়েতপুর পর্যন্ত ১৭ কিলোমিটার যানজট ছিল। এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মৌচাক পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে যানবাহনের জটলা লেগে ছিল। থেমে থেমে চলছিল সব ধরনের যানবাহন। একদিকে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকা, তার ওপর রোদের ভেতরে প্রচণ্ড গরমে নাভিশ্বাস ওঠে যাত্রী ও পরিবহনকর্মীদের। সেই সঙ্গে বিক্রি করতে আনা কোরবানির পশু নিয়ে সড়কে আটকা পড়ে বিপাকে পড়েন মানুষজন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, যানবাহনের অতিরিক্ত চাপে দুর্ঘটনা এড়াতে ধীরগতির সৃষ্টি হয়েছে। যানবাহনের এই ধীরগতি কখনো যানজটের রূপ নিচ্ছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

ঈদে ঘরমুখো মানুষ ও পণ্যবাহী যানবাহনের চাপে শুক্রবার দেশের বিভিন্ন সড়কে যানজট দেখা যায়। ফেরি ঘাটগুলোতেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও চালকদের।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত