যেসব এলাকায় ব্যাংক খোলা আজ
ঈদুল আযহার আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে আজ শনিবার (১৭ জুলাই) সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা আছে। এছাড়া রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিলে রফতানি ও পোশাক কারখানার লেনেদেন করে এমন কিছু শাখাও খোলা রেখেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গার্মেন্টস কারখানার শ্রমিকদের বেতন-বোনাস-ভাতা দেওয়ার সুবিধার্থে এদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। যেসব শাখা খোলা থাকবে এগুলো হলো- ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত