সিরিজ নিশ্চিত করতে দুপুরে নামছে টাইগাররা

| আপডেট :  ১৮ জুলাই ২০২১, ১০:৪৬  | প্রকাশিত :  ১৮ জুলাই ২০২১, ১০:৪৬

প্রথম ওয়ানডেতে বিপর্যয়ের মধ্যে লিটন কুমার দাসের সেঞ্চুরি ও সাকিব আল হাসানের পাঁচ উইকেট শিকারের মধ্য দিয়ে প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।বাংলাদেশের দেয়া ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ ওভার ৫ বলে ১২১ রান তুলতেই সব উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্রেন্ডন টেলরদের পরাজিত করতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। জিম্বাবুয়ের হারারে ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে আজ রবিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে টানা দুই জয়ে পাওয়া আত্মবিশ্বাস। আর জিম্বাবুয়ে দল সেই সুযোগে ঘুরে দাঁড়াবে নিঃসন্দেহে।

জিম্বাবুয়ের ব্যাটম্যানরা ঠিকমতো নিজেদের মেলে ধরতে পারলে টাইগারদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। সিরিজে স্বাগতিক দলের ঘুরে দাঁড়ানোর যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে। প্রথম ম্যাচে মাত্র ৭৪ রানে বাংলাদেশ দলের চারটি উইকেটের পতন ঘটে। জিম্বাবুয়ের পেস বোলিং ডিপার্টমেন্টকে শুরুতে সামাল দিতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার।

বিশেষ করে তামিম ইকবাল ও সাকিব আল হাসানরা ব্যাট হাতে নিজেদের মেলে ধরতে ব্যর্থ ছিল। সেই বিপর্যয়ে ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে লিটন কুমার দাস শতরানের ইনিংস খেলতে না পারলে ২৭৬ রানের সংগ্রহটা হতো না। লিটনের সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদের ৯৩ রানের জুটিটা ছিল অসাধারণ। যার ফলে শেষ পর্যন্ত বড় জয় পায় বাংলাদেশ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত