১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’ ঘোষণার কারণ জানালেন মমতা

| আপডেট :  ২৩ জুলাই ২০২১, ০৬:২৭  | প্রকাশিত :  ২৩ জুলাই ২০২১, ০৬:২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ২১ জুলাই ভার্চুয়াল শহিদ দিবস সমাবেশেই দিন ঘোষণা করেছিলেন খেলা হবে দিবসের। আগামী ১৬ আগস্ট খেলা হবে দিবস পালন করা হবে। এই দিনটি বাছাই করা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। কেন ১৬ অগাস্ট খেলা দিবস? গতকাল বৃহস্পতিবার তার ব্যাখ্যাও দিয়েছেন মমতা।

মমতা জানান, ১৬ অগাস্ট খেলা দিবস হিসেবে পালন করব। কেন এই দিনটাকে বাছলাম? ক্রিকেটের একটা ঘটনা ঘটেছিল সাতের দশকে। একটা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অনেকে আহত হয়েছিল, মারাও গিয়েছিল। আগে কলকাতা ময়দানের অনেক ক্লাবে এই দিনটিকে পালন করা হত। এখন আর এটা পালন হয় না। অনেকেই ভুলে গিয়েছেন। ওই দিনটির আলাদা তাৎপর্য রয়েছে বলেও মনে করেন মমতা।

তিনি বলেন, ১৬ অগাস্ট, ১৫ অগাস্টের পরের দিন। আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মানুষের অধিকার ও স্বাধীনতা যাতে অক্ষুন্ন থাকে, সেটা চাই। দেশের স্বাধীনতা আজ বিপন্ন হচ্ছে। জড়তা থেকে মুক্তি পাক ভারত। পরাধীনতা ও কণ্ঠ স্তব্ধ করা থেকে মুক্তি পাক। খেলা হবে দিবসের মানে আছে।

২০২১ সালে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে তুমুল জনপ্রিয়তা পায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্লোগান খেলা হবে।

মমতা বলেন, একুশের রাজ্য বিধানসভা নির্বাচনে প্রথম খেলা হয়েছিল। সেই খেলায় আমরা জিতেছি। এই রাজ্যপাট থেকে বিজেপিকে হটিয়েছি।

এবার ২০২৪ সালের লোকসভা নির্বাচন ঘিরে দেশজুড়ে আবার খেলা হবে। সেই খেলা হবে দিল্লির শাসনক্ষমতা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হটানোর খেলা। দেশ থেকে বিজেপি হটানোর খেলা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত