আফ্রিকায় করোনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

| আপডেট :  ২৪ জুলাই ২০২১, ০৬:৫২  | প্রকাশিত :  ২৪ জুলাই ২০২১, ০৬:৫২

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাহমুদুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে স্থানীয় সিমুইরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মাহমুদুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল এলাকার মৃত আজিজ আহমদের ছেলে।

মৃত মাহমুদুল ইসলামের বড় ভাই আফ্রিকা প্রবাসী মোহাম্মদ বাদশা মোবাইল ফোনে যুগান্তরকে জানান, মোজাম্বিকের মনিকা প্রদেশের সিমুইর সিটির বিশিষ্ট ব্যবসায়ী আমার ছোট ভাই মাহমুদুল ইসলাম। সে দীর্ঘ ৯ দিন ধরে মোজাম্বিকে ব্যবসা-বাণিজ্য করে আসছিল। হঠাৎ করে তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে স্থানীয় সিমুইর এক হাসপাতালে ভর্তি করা হলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

হাসপাতালে ১০ দিন চিকিৎসা পর শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে তার মৃত্যু ঘটে। করোনা মহামারীর কারণে তার লাশ দেশে আনা সম্ভব হবে না। ছোট ভাইয়ের লাশ মোজাম্বিকে দাফন করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে এই নিয়ে গত এক বছরে বাঁশখালীর ১৪ প্রবাসী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত