প্রবাসী চিকিৎসকদের দেয়া উপহার ২৫০ ভেন্টিলেটর দেশে পৌঁছেছে

| আপডেট :  ২৪ জুলাই ২০২১, ১০:১৭  | প্রকাশিত :  ২৪ জুলাই ২০২১, ১০:১৫

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্র প্রবাসী একদল চিকিৎসকের পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া ২৫০টি মোবাইল ভেন্টিলেটর মেশিন। শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় ভেন্টিলেটর বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ উপস্থিত থেকে এগুলো গ্রহণ করেন।

তিনি বলেন, ‘আমেরিকান বাংলাদেশি চিকিৎসকদের পরিশ্রমে আইসিইউ ভেন্টিলেটর পেয়েছি। করোনার রোগীসহ অনান্য যেকোনো মুমূর্ষু রোগীর ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে। এটি ব্যবহার খুব সহজ। ক্রান্তিকালে এই ভেন্টিলেটরগুলো খুব প্রয়োজন ছিল।’

ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, ‘প্রথমে ভেন্টিলেটরগুলো সিএমএসডিতে রাখা হবে। যেখানে জেলা-উপজেলায় প্রন্তিক জনগোষ্ঠীর সুযোগ সুবিধা কম, এগুলো সেখানেই দেয়ার চেষ্টা থাকবে।’

বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, যেসব রোগীর সংক্রমণ খুবই মারাত্মক তাদের জীবন রক্ষায় পোর্টেবল ভেন্টিলেটর খুবই কার্যকর এক যন্ত্র। রোগীর ফুসফুস যদি কাজ না করে তাহলে রোগীর নিঃশ্বাস-প্রশ্বাসের কাজটা পোর্টেবল ভেন্টিলেটর করে দেয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত