ভূমধ্যসাগর থেকে ২০৮ অভিবাসী উদ্ধার

| আপডেট :  ২৫ জুলাই ২০২১, ০১:১২  | প্রকাশিত :  ২৫ জুলাই ২০২১, ০১:১২

ভূমধ্যসাগর থেকে ২০৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করার কথা জানিয়েছে তিউনিসিয়া। শুক্র এবং শনিবার দুটি আলাদা অভিযানে তাদের উদ্ধার করা হয়। তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুস্সাম এদ্দিন আল-জাবালি ফেসবুকে লেখেন, ন্যাশনাল গার্ড শুক্রবার এবং শনিবার অবৈধভাবে তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার ১৬টি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এসময় ১৫৫ জনকে উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, এরমধ্যে দশজন পলাতক আসামি ছিলেন। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।

আল জাবালি আরও বলেন, মাহদিয়া প্রদেশে শনিবার দুটি নৌযান ডুবির পর ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়।

ন্যাশনাল গার্ডের এ মুখপাত্র বলেন, এ ছাড়া ইতালি যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

বেশ কয়েকবছর ধরে আলজেরিয়া, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো, তিউনিসিয়াকে সাব-সাহারা অঞ্চলের অভিবাসনপ্রত্যাশীরা অবৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য রুট হিসেবে ব্যবহার করছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত