ঈদের ছুটিতে পরীক্ষা কম হলেও কমেনি শনাক্তের হার

| আপডেট :  ২৫ জুলাই ২০২১, ০৪:৫৩  | প্রকাশিত :  ২৫ জুলাই ২০২১, ০৪:৫৩

ঈদের ছুটিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কম হলেও শনাক্তের হার কমেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোববার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। গত এক সপ্তাহে রোগী শনাক্ত কম হওয়ার কারণ জানিয়ে স্বাস্থ্যের এই মুখপাত্র বলেন, গত সাত দিনের সংক্রমণ পরিস্থিতিতে নমুনা সংগ্রহ কম হয়েছে এবং সে অনুযায়ী পরীক্ষাও কম হয়েছে। যার কারণে মোট রোগীর সংখ্যা কমেছে। কিন্তু তাতে সংক্রমণের হার কমেনি।

তিনি বলেন, শতকরা হিসাবে সংক্রমণের হার ৩০ শতাংশের নিচে নামেনি। বরং ২৪ জুলাই ৩২ দশমিক ৫৫ শতাংশ রোগী শনাক্ত হয়েছে।

অধ্যাপক নাজমুল ইসলাম জানান, ২৯তম এপিডেমিক সপ্তাহে ২৪ জুলাই পর্যন্ত দুই লাখ দুই হাজার ১১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা কিনা আগের সপ্তাহের তুলনায় পরীক্ষার হার ২৮ দশমিক ৯৪ শতাংশ কমেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত