সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৯৪
বাংলাদেশকে ১৯৪ রানের বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে। সিরিজ জিততে ১৯৩ রানের বড় বাধা পার হতে হবে টাইগারদের। শুরু থেকেই জিম্বাবুয়ের ব্যাটাররা ঝড় তোলে। যা অব্যাহত থাকে শেষ ওভার পর্যন্ত। শেষ ওভারেও তারা তুলেছে ১৬ রান।বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের এটিই সর্বোচ্চ স্কোর। রেজিস চাকাভা ও ওয়েসলি মাধেভেরেতে ছুটতে থাকা জিম্বাবুয়েকে আটকে দিয়েছিলেন সৌম্য সরকার, এক ওভারে দুই উইকেট নিয়ে। এর পরের ৬ ওভারে উঠেছিল ৩৪ রান। তবে সাইফউদ্দিনের করা ১৮তম ওভারে আবারো একটা লাফ দিয়েছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের প্রথম উইকেটের পতন ঘটে ৬৩ রানে। ওভার তখন মাত্র ৫.৬। শুরুর মতো শেষেও ছিল রান বন্যা। দুই একটি ওভার ছাড়া প্রত্যেক ওভারে চার/ছয় হাঁকিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটাররা।
তাদের দু’জন ব্যাটার চাকাভা ও বুর্ল ব্যাট করেছে ২০০ এর বেশি স্ট্রাইক রেটে। তবে ৫০ পেয়েছেন একজনই মেদভেদেরে। ১৫০ স্ট্রাইক রেটে করেছেন ৫৪ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সফলতম ছিলেন সৌম্য সরকার। একই ওভারে নিয়েছেন দুই উইকেট। সাকুল্যে তিন ওভারে দিয়েছেন ১৯ রান। সাকিব আল হাসান ওভার প্রতি ছয় রান দিয়ে নিয়েছেন এক উইকেট। তরুণ শরিফুল ৪ ওভারে ২৭ রান খরচায় একটি উইকেট শিকার করেছেন।
সাইফুদ্দিন ও তাসকিন ছিলেন খরুচে। ৪ ওভারে ৫০ রানে সাইফ পেয়েছেন একটি উইকেট। কিন্তু তাসকিনের বোলিং ফিগার ভয়ানক খারাপ। বল করেছেন মাত্র ১২টি। কোনো ছক্কা হজম না করলেও ৪ খেয়েছেন ৬টি। তার প্রতি দুই বলে জিম্বাবুয়ের ব্যাটাররা মেরেছেন চার। ওভার প্রতি তাসকিন রান দিয়েছেন ২৮। ছিলেন উইকেট শূন্য।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত