ইউএনওকে দেখেই দোকান ফেলে দৌড়

| আপডেট :  ২৬ জুলাই ২০২১, ০৭:৩২  | প্রকাশিত :  ২৬ জুলাই ২০২১, ০৭:৩২

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর লকডাউন চলছে। এসময় দোকান খোলার নিষেধাজ্ঞা ছিলো। তবে অমান্য করে অনেকেই দোকান খোলা রেখেছে। আজ সোমবার (২৬ জুলাই) বেলা সাড়ে এগারটায় উপজেলার আলমপুর চৌরাস্তা এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা হয়েছিল।

তবে ইউএনওকে দেখেই দোকান খোলা রেখে দৌড়ে পালিয়েছেন কয়েকজন দোকানি। অনেকে ঘরের মধ্যে ক্রেতাকে রেখেই তালা দিয়ে দৌড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। পরে ইউএনওর নেতৃত্বে সেনাবাহিনী ও আনসার সদস্যগণ একজন দোকানিকে ডেকে করে বের করে আনেন। এ সময় তাকে অর্থদণ্ড করা হয়। কিন্তু তিনজন দোকানি ইউএনওর ডাকে আসেননি। পরে দুপুরে ওই তিন দোকানে তালা ঝুলিয়ে দেয় প্রশাসন।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী জানান, এর আগেও এদেরকে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া সীমান্তবাজার এলাকায় দোকানপাট খোলা রাখা, মাস্ক না পরা ও সরকারি বিধিনিষেধ না মানার দায়ে ৬ জনকে ৬টি মামলায় বিভিন্ন অঙ্কে মোট ১০ হাজার ৫০০ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত