এসিআই গ্রুপের পরিচালক নাজমা দৌলা আর নেই
দেশের প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলার স্ত্রী ও এসিআই গ্রুপের পরিচালক নাজমা দৌলা আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। নাজমা দৌলা বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ জোহর অনুষ্ঠিত হয়। এরপর গাজীপুরের শ্রীপুরে রাজবাড়ী ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এম আনিস-উদ-দৌলার হাতে ১৯৯২ সালে এসিআই লিমিটেড প্রতিষ্ঠার পর ২০০১ সালে কোম্পানির পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত হন নাজমা দৌলা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেছেন। এসিআই গ্রুপের ১৩টি কোম্পানির পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন নাজমা দৌলা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত