মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ছয় মাস পূর্ণ: শিক্ষার্থীদের বিক্ষোভ

| আপডেট :  ০১ আগস্ট ২০২১, ১২:০৪  | প্রকাশিত :  ০১ আগস্ট ২০২১, ১২:০৪

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ছয়মাসের শেষ দিনে বিক্ষোভ করেছে দেশটির বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। একই দিন শনিবার নিউ-ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ দেশটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে। এবছরের পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা কুক্ষিগত করে মিয়ানমারের সামরিক জান্তা। সেনা অভ্যুত্থানের ছয় মাসের শেষ দিনে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিক্ষোভ করেছে।

একই দিন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যান্ড অ্যাডামস এক বিবৃতিতে বলেছেন, অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ দমন ও বিক্ষোভকারীদের গ্রেপ্তারে মিয়ানমারের সেনাবাহিনীর যে ধরনের সহিংসতার আশ্রয় নিয়েছে তা মানবাধিকার বিরোধী অপরাধ।

পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্সের (এএপিপি) তথ্যমতে মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত অন্তত ছয় হাজার নয়শ ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত হয়েছে অন্তত নয়শ ৩৯ জন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত