দুমকি প্রেসক্লাবের ২ সদস্যকে বহিষ্কার
জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: গঠনতন্ত্র ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুমকি প্রেসক্লাবের সদস্য এস.এম জাকির হোসেন হাওলাদার ও কে.এম আনোয়ারুজ্জামান চুন্নুকে বহিস্কার করা হয়েছে।
সংগঠনটির আহ্বায়ক সৈয়দ ফজলুল হক ও যুগ্ম-আহ্বায়ক কাজী বেলাল হোসেন দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে দুমকি প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল হোসেন দুলাল বলেন, সংগঠন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকার প্রমাণ পাওয়ায় দু জনকে দুমকি প্রেসক্লাবের সকল ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত