দুমকিতে নদীভাঙ্গন ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের বাহের চর এলাকায় পায়রার নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ২৯ টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এসময় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিনি নগদ ২০,০০০ টাকা করে প্রদান করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম সালেহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, প্রেস ক্লাবের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য সৈয়দ ফজলুল হক, আংগারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা প্রমুখ।
উল্লেখ্য, পায়রা নদীর ভাঙনে আংগারিয়া ইউনিয়নের বাহের চর এলাকার প্রায় দুই শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত