মালয়েশিয়ায় করোনায় একদিনে রেকর্ড মৃত্যু

| আপডেট :  ০২ আগস্ট ২০২১, ১১:২৪  | প্রকাশিত :  ০২ আগস্ট ২০২১, ১১:২৪

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় করোনাভাইরাসে একদিনে রেকর্ড মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সর্বোচ্চ ২১৯ জনের প্রাণহানি ঘটেছে বলে সোমবার এক প্রতিবেদনে খবর দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। করোনায় একদিনে সর্বোচ্চ প্রাণহানির দিনে মালয়েশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৬৪ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্ত এবং মৃত্যু যথাক্রমে ১১ লাখ ৪৬ হাজার ১৮৬ জন এবং ৯ হাজার ৪০৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে রোববারের তুলনায় সোমবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। মালয়েশিয়ার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক নূর হিশাম আব্দুল্লাহ বলেছেন, রোববার নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ১৭ হাজার ১৫০ জন।

তিনি বলেছেন, করোনাভাইরাসে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে সেলানগর প্রদেশে। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৭ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এরপরই কুয়ালালামপুরে এক হাজার ৫৩৬, জহুরে এক হাজার ২২২ এবং সাাবহ প্রদেশে এক হাজার ১৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

গত সপ্তাহে দেশটির পার্লামেন্টে করোনার হানা শনাক্ত হওয়ার পর বিশেষ অধিবেশন বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার পার্লামেন্টের বিশেষ এই অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। পার্লামেন্টের অধিবেশন বাতিলে প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন এক বিবৃতি জারি করেন।

সোমবার মালয়েশিয়ার প্রধান বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে দেশটির পার্লামেন্ট ভবনে বিক্ষোভ মিছিল করেছেন অন্তত ১০৭ জন আইনপ্রণেতা। তবে সেই মিছিল বেশিদূর এগোতে পারেনি। অল্প সময়ের মধ্যেই পার্লামেন্টারি পুলিশ তা রুখে দেয়।

মিছিল স্থগিতের পর পুলিশের উপস্থিতিতে পার্লামেন্ট ভবনে এক সংক্ষিপ্ত সমাবেশে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘মুহিউদ্দিন ইয়াসিনকে অবশ্যই পদত্যাগ করতে হবে। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং গত ১৭ মাস ধরে স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক খাতে যে অচলাবস্থা দেখা দিয়েছে— তা নিরসনের একমাত্র উপায় তার পদত্যাগ।’

করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগে মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের দাবিতে মালয়েশিয়াজুড়ে বিক্ষোভ হয়েছে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত