কাশ্মীরে বন্দুকযুদ্ধে পাকিস্তানি নিহত

| আপডেট :  ০৩ আগস্ট ২০২১, ০৬:২১  | প্রকাশিত :  ০৩ আগস্ট ২০২১, ০৬:২১

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে মঙ্গলবার সেনাবাহিনীর সঙ্গে এক বন্দুকযুদ্ধে পাকিস্তানি একটি চরমপন্থি সংগঠনের সদস্য নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শোকবাবা সীমান্তে গত ২৩ জুলাই এক বন্দুকযুদ্ধে ৩ অস্ত্রধারী নিহত হলেও পাকিস্তানি চরমপন্থি সংগঠনের সদস্য বাবর আলী পালিয়ে যেতে সক্ষম হন। তখন থেকেই তাকে ধরতে সেনা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কাশ্মীরের বান্দিপুরা জেলায় অভিযান চালায় সেনাবাহিনী। এতে বন্দুকযুদ্ধে নিহত হন বাবর আলী।

সম্প্রতি কাশ্মীর সীমান্তে উত্তেজনার আগের যে কোনো সময়ের চেয়ে বেড়ে গেছে। বিশেষ করে জম্মুতে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে একাধিকবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ভারত এসব হামলার জন্য বরাবরই পাকিস্তানকে দায়ী করে এলেও ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।খবর স্পুটনিকের।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত