বাংলাদেশ-ভারত সীমান্তে দুই বিএসএফ সদস্য নিহত

| আপডেট :  ০৩ আগস্ট ২০২১, ০৬:৫৪  | প্রকাশিত :  ০৩ আগস্ট ২০২১, ০৬:৫৩

বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্য। এ সংগঠনটিকে আগেই নিষিদ্ধ করেছে ভারত সরকার। ​আজ মঙ্গলবার (৩ আগস্ট) ভোর সাড়ে ছয়টার দিকে রাজ্যের ধালাই জেলায় এ হামলা ঘটে। ত্রিপুরার জাতীয় মুক্তি ফ্রন্টের (এনএলএফটি) সদস্যরা অতর্কিত এ হামলা চালায় বলে জানিয়েছে বিএসএফ।

রাজ্যের রাজধানী আগরতলা থেকে ৯৪ কিলোমিটার দূরে ধালাই জেলাটি অবস্থিত এবং এর উত্তর ও দক্ষিণাংশে বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে। ​ভারতের সাথে বাংলাদেশের মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ত্রিপুরারই রয়েছে ৮৫৬ কিলোমিটার।

বিএসএফ মুখপাত্র জানিয়েছেন, প্রচণ্ড গোলাগুলির সময় সাব-ইন্সপেক্টর ভুরু সিং ও কনস্টেবল রাজ কুমার মারাত্মক ভাবে আহত হন এবং পরে মারা যান। এছাড়া ঘটনাস্থলে রক্তের দাগ দেখে অনুমান করা হচ্ছে প্রতিপক্ষ গ্রুপটিরও কয়েকজন আহত হয়েছে। তবে নিহত সৈনিকদের অস্ত্র সন্ত্রাসীরা নিয়ে যায়। ওই মুখপাত্র আরো বলেন, সন্ত্রাসীদের ধরতে ওই এলাকায় ‘বড় ধরনের’ অভিযান পরিচালনা করা হচ্ছে। সূত্র : এনডিটিভি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত