বেলারুশের অ্যাকটিভিস্টের ঝুলন্ত লাশ মিলল পার্কে

| আপডেট :  ০৪ আগস্ট ২০২১, ১২:১৮  | প্রকাশিত :  ০৪ আগস্ট ২০২১, ১২:১৮

ইউক্রেনের পুলিশ বেলারুশের অ্যাকটিভিস্ট ভিতালি শিশোভের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার দেশটির রাজধানী কিয়েভের একটি পার্ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। অ্যাকটিভিস্ট ভিতালি শিশোভ বেলারুশিয়ান হাউস ইন ইউক্রেনের নেতৃত্ব দিতেন। তার কাজ ছিল কর্তৃত্ববাদী সরকারের নিপীড়নে যারা বেলুরুশ পালাতে ইচ্ছুক তাদের সহায়তা করা।

১৯৯৪ সাল থেকে বেলারুশ শাসন করে আসা ৬৬ বছর বয়সী আলেকজান্ডার লুকাশেঙ্কো গত বছর আগস্টে জাতীয় নির্বাচনের পর থেকে ভিন্নমতাবলম্বী ও সমালোচকদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছেন। অনেক বিরোধী নেতা গ্রেপ্তার হয়েছেন আবার কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন।

গত মে মাসে বেলারুশ কর্তৃপক্ষ সরকার সমালোচক একজন সাংবাদিককে গ্রেফতার করতে গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী একটি ফ্লাইট ঘুরিয়ে তাদের দেশে নেয়। বিমানে বোমা থাকার কথা বলে তারা ফ্লাইটটি ঘুরিয়ে নেয়।

ভিন্নমতাবলম্বী অ্যাকটিভিস্টের লাশ উদ্ধারের বিষয়ে বিবিসি বলছে, সোমবার জগিং করতে গিয়ে নিখোঁজ হন ভিতালি শিশোভ। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। ঝুলন্ত লাশের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র পাওয়া গেছে। ইউক্রেনের পুলিশ বলেছে, এটি হত্যাকাণ্ড কি না সেটা যাচাইয়ে তারা তদন্ত শুরু করেছেন।

তার সহকর্মীরা জানিয়েছেন, গত বছর সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার পর সরকারের দমন-পীড়নের মুখে দেশ ত্যাগ করে ইউক্রেনে আশ্রয় নেন ভিতালি। এরপরও বেলারুশ সরকার তাকে নজরদারিতে রেখেছিল।

ভিতালির লাশ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত