দুমকিতে বিনামূল্যে অক্সিজেন ও চিকিৎসা সামগ্রী বিতরণ

| আপডেট :  ০৪ আগস্ট ২০২১, ০৪:৩৮  | প্রকাশিত :  ০৪ আগস্ট ২০২১, ০৪:১৯

দুমকি (পটুয়াখালী) থেকে: ঢাকাস্থ দুমকি উপজেলাবাসীর সহযোগীতায় ও দুমকি উপজেলা পরিবারের তত্বাবধানে দুমকিতে বিনামূল্যে পাওয়া যাবে অক্সিজেন ও চিকিৎসা সামগ্রী। বুধবার বেলা ১২টায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেস সংলগ্ন জান্নাত মেডিকেল হল এর কর্নধার নুরুজ্জামান জোমাদ্দার এর কাছে প্রাথমিক ভাবে ৩টি অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার, ইনফ্রারেড থার্মোমিটার, কে এন ৯৫ মাস্ক ও সার্জিক্যাল মাস্ক হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

চিকিৎসা সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ উপজেলাবাসীর পক্ষে বাবুল হোসেন ও ফিরোজ মাহমুদ নাসির এলাকাবাসীর পক্ষে মোঃ আবুল হোসেন, জসিম উদ্দিন, দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সুজন। দুমকি উপজেলা পরিবার গ্রুপ এডমিন প্যানেলের পক্ষে মোঃ মাহবুবুর রহমান।

মোঃ মাহবুবুর রহমান বলেন, ঢাকাস্থ দুমকি উপজেলাবাসীর সহযোগীতায় ও আমাদের দুমকি উপজেলা পরিবার এর তত্বাবধানে এই মহামারী কালে উপজেলাবাসির জন্য সামান্য এই প্রয়াস। আমাদের এই সেবা প্রয়োজন অনুযায়ী বাড়ানো হবে। খুব শীঘ্রই আমাদের উপজেলাব্যাপি মাস্ক বিতরন ও সচেতনতা কার্যক্রম শুরু হবে। দুমকি উপজেলার যে কোন সম্মানিত নাগরিক উপরোক্ত সেবা বিনামূল্যে পেতে যোগাযোগ করতে পারেন দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নুসরাত মেডিকেল হল মোবাইল ১০৭১৮৫৫০৮৮৫। এছাড়াও যোগাযোগ করতে পারেন মোঃ মাহবুবুর রহমান মোবাইল-০১৭১৭৬৫৪১৭২। ফিরোজ মাহমুদ নাসির মোবাইল-০১৭১০৫৬৪৩৬৫।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত