বাংলাদেশের সাথে সম্পর্ক অবনতির হুঁশিয়ারি চীনের
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বেইজিং বিরোধী জোটে যোগ দিলে বাংলাদেশ-চীন সম্পর্ক খারাপ হবে। রাজধানীতে কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডি ক্যাবের আলোচনায় এ হুঁশিয়ারি দেন, চীনের রাষ্ট্রদূত লি জি মিং। এ সময় জানান, আনুষ্ঠানিক প্রস্তাব দিলে তিস্তা প্রকল্প নিয়ে কাজ করবে বেইজিং। দাবি করেন, বাংলাদেশের ভুলের কারণেই টিকা পেতে দেরি হচ্ছে।
করোনা পরিস্থিতিতে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিতে গেল বছর প্রথম আসে চীনের মেডিকেল প্রতিনিধি দল। প্রস্তাব দেয় দেশটির সাথে ভ্যাক্সিন উৎপাদনের। যদিও তা প্রথমে নাকচ করে দিয়েছিল বাংলাদেশ। তবেই সেই চীনের ভ্যাক্সিনই আসছে ১২মে।
কূটনীতিক সাংবাদিকদের সাথে সংগঠন ডিক্যাবের সাথে ঢাকার চীনের রাষ্ট্রদূত খোলামেলা আলোচনায় তুলে ধরেন অনেক কথাই। লি জিমিং বলেন, শুধু টিকা নয়, আরো অনেক প্রস্তাবই দেওয়া হয়েছে ফেব্রুয়ারীতে, তিন মাস ধরে যা ঝুলে আছে। নিজ থেকেই দক্ষিণ এশিয়া করোনা মোকাবেলায় চীনের জোটের কথা উল্লেখ করে বলেন, ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছে জোটে যোগ দেবার প্রস্তুত নয় বাংলাদেশ।
ডিক্যাব টকে বাংলাদেশের চীনের সর্ম্পকের নানা দিক, সেই সাথে এনিয়ে অন্য রাষ্ট্রের উদ্বেগও আসে আলোচনায়। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, তিস্তার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পাইলে কাজ শুরু করবে চীন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত