দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করছে ভারত

| আপডেট :  ০৪ আগস্ট ২০২১, ০৯:৫৮  | প্রকাশিত :  ০৪ আগস্ট ২০২১, ০৯:৫৮

দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। চলতি মাসেই দক্ষিণ চীন সাগরে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে দেশটি। বুধবার ভারতীয় কর্মকর্তারা নৌ টাস্কফোর্স পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে যেসব ইস্যু নিয়ে বিরোধ চলছে তার মধ্যে দক্ষিণ চীন সাগর অন্যতম; ওই জলসীমায় চীনের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও তার এশীয় মিত্ররা চিন্তিত।

দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর মাধ্যমে নয়াদিল্লি বেইজিংকে মোকাবেলার আঞ্চলিক রাজনীতিতে আরও বড় ভূমিকা নেওয়ার ইঙ্গিত দিল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এ জাহাজগুলো দক্ষিণপূর্ব এশিয়া, দক্ষিণ চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দুই মাসের জন্য মোতায়েন করা হবে।

ভারত যে যুদ্ধজাহাজগুলো পাঠাচ্ছে তার মধ্যে একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও একটি মিসাইল ফ্রিগেট আছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত