টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

| আপডেট :  ০৬ আগস্ট ২০২১, ০৯:২৮  | প্রকাশিত :  ০৬ আগস্ট ২০২১, ০৭:২৫

প্রথম দুই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ জিতলেই দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে টাইগাররা। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা ১৫ মিনিট অনুষ্ঠিত হয়েছে টস। বৃষ্টিতে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হতে বিলম্ব হলেও কমেনি ওভার।

প্রথম দুই ম্যাচে টসে হারলেও আজ টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ দলে আসেনি কোনও পরিবর্তন।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ,সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আফিফ হোসেন, শামীম পাটোয়ারী,নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মেহেদী ও নাসুম আহমেদ।

তিনটি পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়ার একাদশে। জশ ফিলিপ, অ্যান্ড্রু টায় ও মিচেল স্টার্ককে রাখা হয়নি একাদশে।

অস্ট্রেলিয়া দল: অ্যাস্টন অ্যাগার,অ্যালেক্স ক্যারে,জশ হ্যাজেলউড, মইসেস হেনরিক্স, মিচেল মার্শ, বেন মাকডারমট, রিলে মেরেডিথ, ম্যাক ডারমার্ট, ন্যাথান এলিস, ড্যান ক্রিস্টিয়ান, অ্যাস্টন টার্নার, , ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত