কারাগার দখল করে শত শত কয়েদিকে মুক্তি দিল তালেবান
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজাজান প্রদেশের একটি কারাগার দখল করে সব কয়েদিকে মুক্তি দিয়েছে তালেবান। প্রদেশটির রাজধানী শেবারগানের ওই কারাগার থেকে শত শত কয়েদি চলে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে। শনিবার দ্বিতীয় প্রাদেশিক রাজধানী শেবারগান দখলের পর ওই কারাগারের বন্দিদের মুক্তি দেয় তালেবান।
এদিকে গত ২৪ ঘণ্টার মধ্যে আফগানিস্তানের দু’টি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। এর আগে শুক্রবার বিকালে নিমরোজ প্রদেশের রাজধানী জারঞ্জ তালেবান দখলে নেয়।
কয়েকটি সূত্র এএফপিকে জানিয়েছে, শেবেরগানে তালেবানে কিছুটা প্রতিরোধের মুখে পড়তে হয়। তবে তালেবানরা শেষ পর্যন্ত শহরটি দখল করেছে।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর তালেবান দ্রুতগতিতে দেশটির বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে। দেশটির গ্রামাঞ্চলের অধিকাংশ জায়গা নিজেদের দখলে নেওয়ার পর এখন তারা প্রধান শহরগুলোকে লক্ষ্য করে এগুচ্ছে।
লস্কর গাহের রাজধানী হেরাতসহ অন্যান্য প্রাদেশিক রাজধানীগুলোও যেকোনো সময় পতন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুটি প্রাদেশিক রাজধানী দখলে নেওয়ার পর তালেবানের মনোবল আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির ৪১৯টি জেলার মধ্যে ২২৩টিই তালেবানের দখলে বলে জানা গেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত