ফ্রান্সে চলাচলে লাগবে করোনা পাশ

| আপডেট :  ০৯ আগস্ট ২০২১, ১১:২২  | প্রকাশিত :  ০৯ আগস্ট ২০২১, ১১:২২

ফ্রান্সে কোভিড পাশ বাস্তবায়ন শুরু হয়েছে। বিক্ষোভ সত্ত্বেও সোমবার এ আইন পাশ করা হয়। এখন থেকে ফ্রান্সের জনগণকে দৈনন্দিন জীবন যাপন যেমন ক্যাফেতে গিয়ে কফি পান করতে কিংবা আভ্যন্তরীণ ট্রেনে যাতায়াতের জন্য কোভিড পাশ ব্যবহার করতে হবে। এর আগে দেশটির পার্লামেন্টে করোনা ভাইরাস মোকাবেলার অংশ হিসেবে নিত্যদিনের চলাচলে ভ্যাকসিন পাসপোর্ট আইন অনুমোদন করা হয়।

এ আইনের বিরুদ্ধে দেশটিতে গত চার সপ্তাহ ধরেই তীব্র প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবারও দেশব্যাপী লাখ লাখ লোক প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এ উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।

এদিকে প্রেসিডেন্টও বিক্ষোভকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আশা করছেন, এই পাশ ব্যবহারের মধ্য দিয়ে টিকা দেয়ার হার বাড়বে এবং চতুর্থ দফার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রী অলিভিয়ার ভেরান বলেছেন, এই পাশ ও টিকা দেয়ার উদ্যোগ আমাদেরকে নতুন করে কারফিউ জারি ও লকডাউন থেকে বিরত রাখবে। উল্লেখ্য, পাশটিতে টিকা এবং করোনা সম্পর্কিত সকল তথ্য থাকবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত