বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড

| আপডেট :  ১০ আগস্ট ২০২১, ১২:৩১  | প্রকাশিত :  ১০ আগস্ট ২০২১, ১২:৩১

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী ২৪ আগস্ট কিউইরা বাংলাদেশ সফরে আসবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। তবে বাংলাদেশ সফরের দলে কিউইদের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন ছাড়াও ১০ জন ক্রিকেটারকে পাচ্ছে না দল। টম ল্যাথামকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল দিয়েছে কিউই ক্রিকেট।

নিউজিল্যান্ড দল- টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট রক্ষক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেট রক্ষক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেজন, কোল ম্যাকননিক, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রচীন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত