কাবুলের আরো কাছে তালেবান, তীব্র লড়াইয়ের খবর
কাবুলের আরো কাছাকাছি পৌঁছে গেছে তালেবান। তালেবানরা রাজধানী কাবুল থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪০ মাইল) দূরে পুল-ই-আলম শহর দখল করেছে। স্থানীয় প্রাদেশিক পরিষদের এক সদস্য এ তথ্য জানান, বলছে আলজাজিরা। নাম না প্রকাশ করার শর্তে তিনি রয়টার্সকে জানান, তালেবানরা সহজে দখল করে নেয় পুল-ই-আলম শহর। এই শহর দখল করতে তাদের খুব বেশি বেগ পেতে হয়নি। কাবুলে হামলা করার জন্য এই শহরটি অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তা ছাড়া কাবুল থেকে ৪০ কিলোমিটার বা ২৫ মাইল দূরের মায়দান শার নামে আরেকটি প্রাদেশিক রাজধানীতে এখন তীব্র লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে।
মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো অবশ্য তাদের সবশেষ মূল্যায়নে বলছে, তালেবান আগামী ৩০ দিনের মধ্যে কাবুলের দিকে এগুনোর চেষ্টা করতে পারে। কাবুল প্রদেশের কাছাকাছি এলাকায় তালেবান অবস্থানগুলোতে মার্কিন বাহিনী সম্প্রতি বিমান হামলাও চালিয়েছে। সবশেষ খবরে মাজার-ই-শরিফ এলাকায় আবদুর রশিদ দোস্তামের মিলিশিয়া বাহিনীর সঙ্গে তালেবানের প্রবল লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে।
এদিক, আজ শনিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি বলেছেন, আমরা সরকারের সংশ্লিষ্ট সব পক্ষ এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সবার সঙ্গে বিস্তারিত আলোচনা করছি… আলোচনা এখনও চলছে এবং খুব শিগগিরই এর ফল জানিয়ে দেওয়া হবে। সূত্র : আলজাজিরা, বিবিসি
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত