দুমকিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

| আপডেট :  ১৫ আগস্ট ২০২১, ০৪:৩৪  | প্রকাশিত :  ১৫ আগস্ট ২০২১, ০৪:৩৪

দুমকি,পটুয়াখালী থেকে: দূমকিতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকাল ৭টায় ইউনিয়ন আওয়ামীলীগের অফিসসমূহে, সকাল সাড়ে ৭টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এবং সকাল ৮টায় উপজেলা প্রশাসন কর্তৃক জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মূরালে বিভিন্ন সংগঠনের পুস্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
সকাল সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ এর সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম,দুমকি থানার ওসি (তদন্ত) মাহাবুব আলম ছারাও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সকাল এছাড়াও দুপুর সাড়ে ১২টায় মুরাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের শোক দিবস পালন কমিটির আহ্বায়ক পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও দুমকি প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ ফজলুল হকের নেতৃত্বে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। বাদ আছর উপজেলা পরিষদ মসজিদ,পীর তলা বাজার জামে মসজিদ সহ উপজেলার প্রত্যেক ওয়ার্ডের একটি করে মসজিদে দোয়ার কর্মসূচি পালিত হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত