আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধান আলী আহমদ জালালি

| আপডেট :  ১৫ আগস্ট ২০২১, ০৬:৩৫  | প্রকাশিত :  ১৫ আগস্ট ২০২১, ০৬:৩৫

দুই দশকের দীর্ঘ যুদ্ধের পর আবারও ক্ষমতায় ফিরছে আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান। ইতিমধ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিতে শুরু করেছে আফগান সরকার। এদিকে জার্মানিতে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত আলী আহমদ জালালিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিবিসি জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর’ করতে চাইছে সরকার। স্থানীয় গণমাধ্যম বলছে, তালেবান যোদ্ধারা সরকারের কাছ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় অংশ নিতে প্রেসিডেন্ট প্যালেসে গেছেন।

আলী আহমদ জালালী আফগানিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।রয়টার্সের খবরে বলা হয়েছে, আলী আহমদ জালালী যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাবিদ (অ্যাকাডেমিশিয়ান)। তিনি জার্মানির সাবেক রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আলী আহমদ জালালী আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার তিনি মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বসবাস শুরু করেন।

২০০৩ সালে তিনি আফগানিস্তানে ফেরেন এবং তাকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৪ সালে তাকে পুনরায় আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই পদে তিনি ২০০৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। জালালী আফগানিস্তানের সেনাবাহিনীর সাবেক কর্নেল। দেশটিতে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) হানা দেওয়ার পর পাকিস্তানের পেশোয়ারভিত্তিক প্রতিরোধ আন্দোলনে বাহিনীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এদিন আলোচনার পরই পদত্যাগ করলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। ক্ষমতা বদল হল আফগানিস্তানে। প্রায় দুই দশক পর ফের শুরু হতে যাচ্ছে তালেবান শাসন। ‘কাবুলে হামলা হবে না’- এই শর্তে তালিবানের সঙ্গে সমঝোতা হয়েছে আফগানিস্তান সরকারের সঙ্গে। সমঝোতা অনুযায়ী, আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হবেন মোল্লা আবদুল গনি বরাদর।

ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনার জন্য ৪৫ মিনিট আগে প্রেসিডেন্টের বাসভবনে গিয়েছিল তালেবান সংগঠনের একটি প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্ব দিয়েছিলেন তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর। কাতার এবং আমেরিকার কূটনীতিবিদরাও ছিলেন সেখানে। তালেবান সংগঠনের তরফে জানানো হয়েছে, ‘বিদেশিরা চাইলে কাবুল ছাড়তে পারেন। তবে আগামী দিনে কাবুলে থাকতে গেলে তালেবান প্রশাসনের কাছে সব নথি পত্র জমা করতে হবে তাঁদের।’

এর আগে কাবুলে তালেবানের চতুর্মুখী আক্রমণের মুখে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ছেড়ে পালানোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে যে গুঞ্জন ছড়িয়েছে তা প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট প্রাসাদ। তবে দেশটির গণমাধ্যম আশরাফ গনি পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত